কংগ্রেসে হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ বললেন ইভাঙ্কা

মার্কিন কংগ্রেসে নজিরবিহীন হামলার সঙ্গে জড়িত হাজারো বিক্ষোভকারীকে ‘দেশপ্রেমিক’ অভিহিত করে টুইট করার পর সমালোচনার মুখে সেই টুইট ডিলিট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প।
নবনির্বাচিত জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার জন্য বুধবার কংগ্রেসের উভয়কক্ষের যৌথ অধিবেশন শুরু হলে ট্রাম্পের পতাকা নিয়ে হাজার হাজার সমর্থক কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়েন।
যুক্তরাষ্ট্রসহ গোট বিশ্বের নেতারা ক্যাপিটল হিলে ঢুকে নজিরবিহীন এই হামলার নিন্দা জানালেও ট্রাম্পকন্যা ইভাঙ্কা তার বাবার একটি টুইট পুনরায় শেয়ার করে সেখানে এসব বিক্ষোভকারীকে দেশপ্রেমিক নামে ডাকেন।
বাবার টুইট শেয়ার করে ইভাঙ্কা সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশে লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমিকগণ— আমাদের আইনের প্রতি অসম্মান ও লঙ্ঘন অগ্রহণযোগ্য। এই সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।’

ইভাঙ্কা এমন টুইট করার পরপরই সমালোচনার ঝড় শুরু হয়। ইভাঙ্কা ট্রাম্পও ডোনাল্ড ট্রাম্পের মতো যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর আঘাত ও নজিরবিহীন সহিংসতায় উসকানি দিচ্ছেন বলে অভিযোগ তোলেন অনেকে।
এরপর অবশ্য ইভাঙ্কা সেই টুইটটি ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে লাখ লাখ মানুষ তার সেই টুইটের স্কিন শট সংরক্ষণ করে রাখে। মুহূর্তেই সেই স্কিন শট সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।
ট্রাম্পকন্যার ওই টুইট নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতেও প্রতিবেদন প্রকাশিত হয়। সিএনএন এর এক প্রতিবেদক স্কিনশট পোস্ট করে, ‘আপনি যে এসব মানুষকে দেশপ্রেমিক বলছেন, তার ব্যখ্যা কী।’
ক্যাপিটল হিলে ওই হামলায় চারজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের— যিনি জনগণের ভোটি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় মেনে নেননি— ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ কেরে দেওয়া হয়েছে।
এএস