আজাদ কাশ্মিরের বিক্ষোভ নিয়ে যা বলল ভারত

পাকিস্তানের আজাদ কাশ্মিরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে সেখানে চলমান বিক্ষোভের জন্য পাকিস্তানের শাসক ও অভিজাতগোষ্ঠীর লুটপাটকে দায়ী করেছে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মির (আজাদ কাশ্মির ভারতের) অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি আমরা দেখছি, সেখানে নিরপরাধ বেসামরিকদের সঙ্গে পাকিস্তানি আইনশৃঙ্ক্ষলা ও আধাসমারিক বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত চলছে। আমরা মনে করি, দশকের পর দশক ধরে সেখানকার জনগণের সঙ্গে যে দমনমূলক আচরণ করেছে পাকিস্তানের শাসক ও অভিজাত শ্রেণী, পদ্ধতিগতভাবে সহিংসতা ও লুটপাট করেছে— তার ফলাফল এই জনবিক্ষোভ। সেখানে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হচ্ছে এবং এজন্য পাকিস্তানেকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে।”
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নড়বড়ে শিক্ষা ও চিকিৎসা পরিষেবা কাঠামো এবং রাজনীতিবিদ, আমলা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের পাওয়া সুবিধা ও বিশেষাধিকারের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়েছে আজাদ কাশ্মিরে। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।
গত চার দিনের বিক্ষোভে রাজধানী মুজাফফরাবাদে আইনশৃঙ্খলা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে আন্দোলনকারীদের। এতে নিহত হয়েছেন আট জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২২০ জন। আহতদের মধ্যে পুলিশ সদস্যদের সংখ্যা ১৭২ জন।
বিক্ষোভ পরিস্থিতি শান্ত করতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজাদ কাশ্মিরের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য গঠন করা হয়েছে এ কমিটি।
সূত্র : ফার্স্টপোস্ট
এসএমডব্লিউ