আমিরাতে আরও এক প্রবাসী বাংলাদেশির ভাগ্য বদল, জিতলেন রেঞ্জ রোভার গাড়ি

২৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী। সম্প্রতি বিগ টিকিট লটারির ড্রিম কার সিরিজে তিনি জিতে নিয়েছেন নতুন এক রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
প্রবাসী সাইফুল শারজাহে বসবাস করেন এবং সেখানকারই একটি দোকানে কাজ করেন তিনি। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি জিতে নিয়েছেন ‘বিগ টিকিট’ ড্রিম কার পুরস্কার। সিরিজ ২৭৯–এর বিজয়ী হিসেবে তিনি পাচ্ছেন একদম নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
৪৩ বছর বয়সী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী ২৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। সেখানে তিনি একটি গাড়ির যন্ত্রাংশের দোকানে কাজ করেন। গত তিন-চার বছর ধরে ১০ জনের একটি গ্রুপের সদস্য হিসেবে ‘বিগ টিকিট’ কিনে আসছিলেন তিনি।
তবে এবার ড্রিম কার সিরিজে তিনি একাই অংশ নিয়েছিলেন এবং গত ১৮ সেপ্টেম্বর কেনা ০২২১১৮ নম্বর টিকিটেই ভাগ্য খুলে যায়। বিস্মিত কণ্ঠে নবী বলেন, “সংবাদটা পাওয়ার পর আমি আনন্দে বিশ্বাসই করতে পারিনি। এখনও ঠিক বুঝে উঠতে পারছি না গাড়িটা নিয়ে কী করব, তবে আমি জানি, এটা আমার ভাগ্যেই লেখা ছিল।”
শারজাহতে একাই থাকেন নবী, আর তার পরিবার থাকে বাংলাদেশে। মজার ব্যাপার হলো, যেই ড্রয়ে তিনি গাড়ি জিতেছেন, সেই একই ড্রয়ে হারুন সরদার নূর নবী সরদার নামে আরেক বাংলাদেশি প্রবাসী জিতেছেন ২ কোটি দিরহামের জ্যাকপট পুরস্কার।
তবে এখানেই থামছেন না সাইফুল ইসলাম। ভাগ্য পরীক্ষার যাত্রা চালিয়ে যেতে চান তিনি। তিনি বলছেন, “অবশ্যই আমি (ভাগ্য পরীক্ষা করা) চালিয়ে যাব। আমার পরামর্শ একটাই- চেষ্টা চালিয়ে যাও, একদিন তোমার ভাগ্যও খুলবে।”
টিএম