নোবেল জিততে মরিয়া ট্রাম্প, আরও যারা আছেন তার প্রতিদ্বন্দ্বী

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার সময় প্রায় ঘনিয়ে এসেছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর ৩টায় নোবেলের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
তবে কাকে এ পুরস্কার দেওয়া হবে সেটি জানা সম্ভব নয়। কারণ গত ৫০ বছর ধরে নোবেল কমিটি মনোনীতদের নাম গোপন রাখছে। তবে কতজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই সংখ্যাটি জানিয়েছে তারা।
সংবাদমাধ্যম বিবিসি বলেছে, এ বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে ৩৩৮ জনকে। যারমধ্যে ২৪৪ জন হলেন আলাদা ব্যক্তি। অপরদিকে ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠনও এ বছর নোবেলের জন্য মনোনীত হয়েছে। তাদের মধ্য থেকে এক বা একাধিক ব্যক্তি অথবা সংগঠন নোবেল পাবেন।
অর্থাৎ ট্রাম্প যদি নোবেল পান তাহলে তাকে প্রায় সাড়ে ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পেছনে ফেলবেন।
যদিও নোবেল কমিটি কারও নাম প্রকাশ করে না , তবুও এ বছর শান্তি পুরস্কারের জন্য রাশিয়ার সাবেক বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম মনোনীতদের তালিকায় আছে বলে গুঞ্জন শোনা যায়।
আরও পড়ুন
চলতি বছরের নোবেল পুরস্কার পেতে মরিয়া হয়ে আছেন ট্রাম্প। তিনি প্রকাশ্যে একাধিকবার নোবেল পুরস্কার পাওয়ার আগ্রহ দেখিয়েছেন। এমনকি নোবেল নিয়ে নিজের সর্বশেষ বক্তব্যেও তিনি বলেছেন, বিশ্বব্যাপী ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। তাই তারই নোবেল পাওয়ার উচিত।
ট্রাম্প বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।”
ট্রাম্প আরও বলেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।”
সূত্র: বিবিসি
এমটিআই