ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান, জবাবে যা বললেন ইতালির প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে গতকাল সোমবার মিসরে জড়ো হয়েছিলেন বিশ্ব নেতারা। যারমধ্যে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সম্মেলনের ফাঁকে ইতালির মেলোনির সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেন এরদোয়ান। বার্তাসংস্থা ইহলাসের একটি ভিডিওতে দেখা গেছে, মেলোনিকে এরদোয়ান বলছেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি। আপনাকে দেখতে ভালো লেগেছে। কিন্তু আমার আপনাকে ধুমপান ছাড়াতে হবে।”
মেলোনি তখন বলেন, “আমি জানি, আমি জানি, আমি কাউকে মারতে চাই না।” তবে তিনি ধূমপান ছাড়বেন নাকি ছাড়বেন না সেটি স্পষ্ট করেননি।
ওই সময় তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরদোয়ানের কথা শুনে ম্যাক্রোঁ বলেন, “(মেলোনি ধূমপান ছাড়বেন) এটি অসম্ভব।” তখন তারা এ নিয়ে হাসাহাসি করেন।
আরও পড়ুন
এদিকে সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত একটি বইয়ে মেলোনি স্বীকার করেছেন তিনি ধূমপান করেন এবং এই ধূমপানের মাধ্যমে অনেক বিশ্বনেতার সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষ করে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের সঙ্গে এটি বেশ কাজে দিয়েছে।
— Mario Nawfal (@MarioNawfal) October 13, 2025
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তার দেশকে ধূমপানমুক্ত হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে একটি ক্যাম্পেইন চালানো হচ্ছে। যেখানে ধূমপান নিয়ে সতর্কতা এবং যারা ধূমপান ছাড়তে চান তাদের সহায়তা করা হয়। এরদোয়ানের ইচ্ছা তুরস্কের পরবর্তী প্রজন্মকে তিনি ধূমপান থেকে সম্পূর্ণ বিরত রাখবেন।
এমটিআই