রত্ন উদ্ধারে ইসরায়েলি গোয়েন্দাদের সহায়তা চাওয়ার খবর অস্বীকার করল ল্যুভর

ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে সংঘটিত দুঃসাহসিক রত্নচুরির ঘটনায় ইসরায়েলি কোনও বেসরকারি গোয়েন্দা সংস্থার সহায়তা চাওয়া হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার ল্যুভর জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে
এর আগে, রোববার ভোরের দিকে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে বেশ কিছু অমূল্য গয়না চুরি হয়। ফরাসি দৈনিক লা পারিসিয়েন বলেছে, জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি গেছে।
বিশ্বের ঐতিহাসিক ও বিখ্যাত নিদর্শনসমূহের অন্যতম সংগ্রহশালা এই জাদুঘরে রাখা আছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’সহ বহু অমূল্য শিল্পকর্ম। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও একজন সংসদ সদস্য বলেছেন, জাদুঘরের সংগ্রহশালা থেকে ‘‘অমূল্য গয়না’’ চুরি হয়েছে।
এর আগে, সোমবার সকালের দিকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলের তেল আবিব-ভিত্তিক বেসরকারি গোয়েন্দা সংস্থা সিজিআই গ্রুপ বলেছিল, ২০১৯ সালে জার্মানির একটি জাদুঘর থেকে চুরি যাওয়া নিদর্শন উদ্ধারের সাফল্যের কারণে ল্যুভর কর্তৃপক্ষ তাদের সহায়তা চেয়েছে।
সিজিআই গ্রুপের প্রধান নির্বাহী জেভিকা নাভেহ এএফপিকে বলেছেন, ‘‘চুরির সঙ্গে জড়িতদের পরিচয় উদ্ঘাটন এবং চুরি যাওয়া নিদর্শনগুলো উদ্ধারের বিষয়ে ল্যুভর কর্তৃপক্ষ আমাদের বিশেষভাবে অনুরোধ করেছে।’’
তবে ল্যুভর জাদুঘরের একজন মুখপাত্র এএফপিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে সহায়তা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
এই বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানালে নাভেহ বলেন, এই অনুরোধটি এসেছিল ল্যুভর এবং অন্যান্য সংস্থার কাছ থেকে। তার মধ্যে বীমা কোম্পানিও রয়েছে। তাদের পক্ষ থেকে কাজ করা এক মধ্যস্থতাকারীর মাধ্যমে অনুরোধ এসেছিল।
যদিও ল্যুভর কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, তারা কারও সঙ্গে যোগাযোগ করেনি।
২০১৯ সালে জার্মানির ড্রেসডেনের গ্রিন ভল্ট জাদুঘর থেকে ১৮ শতকের মূল্যবান রত্ন চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া সেই রত্নের মূল্য ছিল ১১ কোটি ৩০ লাখ ইউরো (১৩ কোটি ২০ লাখ ডলার)।
রোববার একদল চোর ল্যুভর জাদুঘরে ঢুকে অমূল্য ৯টি গয়না চুরি করে নিয়ে যায়। ফরাসি পুলিশ বর্তমানে ওই চোরদের খুঁজছে। পালিয়ে যাওয়ার সময় চোরের দল একটি মুকুট ফেলে যায়; যেখানে এক হাজারেরও বেশি হীরক খণ্ড ছিল।
সূত্র: এএফপি।
এসএস