পরবর্তী মেয়র মামদানি নাকি কুমো? নিউইয়র্কে শুরু আগাম ভোটগ্রহণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে প্রচার-প্রচারণা শেষে ভোটের লড়াই শুরু হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।
আগামী ৪ নভেম্বর মূল নির্বাচন হলেও; সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে আগাম ভোট নেওয়ার ব্যবস্থা থাকে যুক্তরাষ্ট্রে। এবারের নির্বাচনে মোট ৯দিন আগাম ভোট দেওয়া যাবে। ভোটাররা চাইলে যে কোনো বুথে গিয়ে নিজেদের ভোট দিতে পারবেন।
আগাম ভোট গ্রহণের সময় শেষ হবে আগামী ২ নভেম্বর। এরপর ৩ নভেম্বর বিরতি দিয়ে ৪ নভেম্বর হবে চূড়ান্ত ভোটগ্রহণের দিন।
এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মুসলিম প্রার্থী জোহরান মামদানি এবং স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর মধ্যে সবচেয়ে বড় লড়াই হবে। সঙ্গে রিপাবলিকান পার্টির কুর্তিস সিলওয়াও অনেক ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবারের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি এরবদলে সমর্থন দিয়েছেন নিউইয়র্কের সাবেক গভর্নর কুমোকে।
নিউইয়র্কবাসী মেয়রের পাশাপাশি পাবলিক অ্যাডভোকেট, হিসাবাধ্যক্ষ, বরো প্রেসিডেন্ট, সিটি কাউন্সিল এবং স্থানীয় কর্মকর্তাও নির্বাচিত করবেন।
এদিকে মুসলিম প্রার্থী জোহরান মামদানি নির্বাচন করায় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নিউইয়র্কের নির্বাচন নিয়ে পুরো যুক্তরাষ্ট্রে আলোচনা সৃষ্টি হয়েছে।
এছাড়া অন্যান্য দেশও এ নির্বাচনে লক্ষ্য রাখছে। বিশেষ করে ইসরায়েলের নজর রয়েছে এতে। ডেমোক্র্যাটিক পার্টির জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, যদি তিনি মেয়র হন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করবেন।
গাজার সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে অভুক্ত রাখার দায়ে গত বছরের মার্চে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
সূত্র: এপি, সিবিএস নিউজ
এমটিআই