স্ত্রীর আপত্তি থাকলে স্বামীর দ্বিতীয় বিয়ের নিবন্ধন করা যাবে না

ভারতের মুসলিম পুরুষদের একাধিক বিয়ে সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার হাইকোর্ট। উচ্চ আদালত বলেছেন, কোনো মুসলিম পুরুষ যদি তার দ্বিতীয় বিয়ে নিবন্ধন বা নথিভুক্ত করা যাবে না।
কেরালার রাজধানী থিরুভানন্থাপুরামের বাসিন্দা মোহম্মদ শরিফের এক আবেদনের ওপর শুনানি শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন হাইকোর্ট।
সম্প্রতি মোহম্মদ শরিফ তার দ্বিতীয় বিয়ে নথিভুক্ত করাতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার আবেদন, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, কিন্তু তা সরকারি ভাবে বৈধ হিসাবে নথিভুক্ত করাতে পারছেন না।
আজ মঙ্গলবার সেই আবেদনের ওপর শুনানিতে কেরালার হাই কোর্টের জানান, প্রথম স্ত্রী যদি জীবিত থাকেন তবে তার স্বামীর দ্বিতীয় বিয়ে নথিভুক্তের ক্ষেত্রে ‘নীবর দর্শক’ হয়ে থাকতে পারেন না। তার মতামতেরও গুরুত্ব রয়েছে। উল্লেখ্য, মুসলিম ব্যক্তিগত আইন নির্দিষ্ট পরিস্থিতিতে দ্বিতীয় বিবাহ অনুমোদিত।
শুনানিতে আদালত বলেছেন, “যদি কোনও মুসলিম পুরুষ তাঁর দ্বিতীয় বিবাহ নথিভুক্ত করতে চান, তা হলে অবশ্যই তাকে তার প্রথম স্ত্রীর মতামত নিতে হবে। এ ক্ষেত্রে প্রথম স্ত্রী যদি আপত্তি করেন এবং অভিযোগ করেন যে, তার স্বামীর দ্বিতীয় বিয়ে অবৈধ, তবে সেই বিয়ে নথিভুক্ত করার থেকে বিরত থাকতে হবে রেজিস্ট্রারকে।”
মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে দ্বিতীয় বিয়ের বৈধতা প্রতিষ্ঠা করার জন্য মামলাকারীদের নির্দিষ্ট আদালতে পাঠাতে হবে বলেও জানিয়েছেন উচ্চ আদালত।
মঙ্গলবারের শুনানির পর উচ্চ আদালত মোহম্মদ শরিফের আবেদন খারিজ করে দিয়েছেন। এর কারণ ব্যাখ্যা করে আদালত বলেছেন, এ মামলায় প্রথম স্ত্রীকে পক্ষ করা হয়নি। তবে আদালত এ-ও বলেছেন, “দ্বিতীয় বিয়ে নথিভুক্তকরণ করা একেবারেই যাবে না, তা নয়। তবে এ ক্ষেত্রে অবশ্যই প্রথম স্ত্রীর মতামত নিতে হবে।”
এসএমডব্লিউ