ভিডিও: বাঞ্জি জাম্পিংয়ের রশি ছিঁড়ে নিচে পড়ে গেলেন যুবক

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুগ্রামে মাঝআকাশে বাঞ্জি রশি ছিঁড়ে ২৩ বছর বয়সী এক যুবক নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার শিবপুরির থ্রিল ফ্যাক্টরি নামের অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে এই দুর্ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই যুবক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কের বাঞ্জি জাম্পিংয়ের সময় মাঝ-আকাশে হঠাৎ রশি ছিঁড়ে যায়। ওই যুবক প্রায় ৩৫ মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, রশি ছিঁড়ে নিচে পড়ে যাওয়া ওই যুবকের বুকে গুরুতর আঘাত পেয়েছেন। নিচের একটি ভবনের টিনের চালে পড়ে যাওয়া ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য হৃষিকেশের এইমসে নেওয়া হয়।
চিকিৎসায় ওই যুবক সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রশি ছিঁড়ে নিচে পড়ে যাওয়া ওই যুবক টিনের চালের ওপর যন্ত্রণায় ছটফট করছেন।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আহত যুবকের নাম সোনু কুমার। তার বাড়ি গুরুগ্রামে। সোনু কুমারের পরিবার অভিযোগ না করায় এই দুর্ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
উত্তরাখণ্ডের তেহরি গড়ওয়াল জেলার মুনি কি রেতি থানার পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ জানতে তারা কারিগরি একটি দলকে তলব করেছেন। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, অপারেটরের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি সব নিয়ম মেনে চলছে কি না, তাও যাচাই করা হবে।
তেহরি গড়ওয়ালের জেলা ম্যাজিস্ট্রেট নিকিতা খান্ডেলওয়াল বলেন, আমরা এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত থ্রিল ফ্যাক্টরির সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। অ্যাডভেঞ্চার কার্যক্রম পরিচালনাকারী সব প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে।
শিবপুরির থ্রিল ফ্যাক্টরিতে রোপ সাইক্লিং, এসসিএড জাম্প এবং রিভার্স বাঞ্জি জাম্পিংসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রম পরিচালিত হয়।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
সূত্র: এনডিটিভি।
এসএস