সৌদির ক্রাউন প্রিন্সকে লিখিত চিঠি ইরানের প্রেসিডেন্টের

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে লিখিত চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইরানের হজ বিষয়ক মন্ত্রী সৌদির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ চিঠি পৌঁছে দেন। এদিন দ্বিপক্ষীয় আলোচনায় বসেন তারা।
সৌদির সরকারি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় সৌদি মন্ত্রীর হাতে চিঠি তুলে দেওয়া হয়। বৈঠকে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা প্রধান এবং গবেষণা, আইন এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক পরিচালকরা - বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি আরবে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতও বৈঠকে অংশ নেন।
ক্রাউন প্রিন্সকে দেওয়া ইরানের প্রেসিডেন্টের চিঠি তেহরান এবং রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর এ ধরনের উদ্যোগ আরও ত্বরান্বিত হয়েছে, যা হজ এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলিতে পরবর্তী সহযোগিতার পথ উন্মুক্ত করেছে।
কয়েক বছরের তিক্ত সম্পর্কের পর, ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীরের চেষ্টা শুরু হয়।
সূত্র: আরব নিউজ
এমটিআই