কূটনৈতিক টানাপোড়েন : চীনে অবস্থানরত নাগরিকদের সতর্কবার্তা দিলো জাপান

সম্প্রতি চীনের সঙ্গে সৃষ্ট টানাপোড়েনের জেরে দেশটিতে অবস্থানরত জাপানিদের সতর্কবার্তা দিয়েছে টোকিও। সতর্কবার্তায় বলা হয়েছে, চীনে অবস্থানরত নাগরিকরা যেন সন্দেহভাজন ব্যক্তি এবং জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলেন।
তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি’র একটি মন্তব্য থেকে চীন এবং জাপানের সাম্প্রতিক দ্বন্দ্বের সূত্রপাত। চলতি মাসে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তাকাইচি বলেছেন, তাইওয়ানে চীন হামলা চালালে জাপানের অস্তিত্ব বিপন্ন হতে পারে এবং সত্যিই যদি এমন ঘটে— তাহলে জাপান সামরিক উপায়ে তার প্রতিক্রিয়া জানাবে।
সানায়ে তাকাইচির এই মন্তব্যকে মোটেও সহজভাবে নেয়নি চীন। দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকারি মুখপাত্র হিসেবে মন্ত্রিসভার শীর্ষ সচিব মিনোরু কিহারাকে পাঠায় জাপান। বেইজিংয়ে পৌঁছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অ্যাফেয়ার্স বিভাগের প্রধান লিউ জিনসং-এর সঙ্গে বৈঠক করেন কিহারা।
সেই বৈঠকে লিউ জিনসং জানান, বেইজিং প্রত্যাশা করছে যে তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী তার মন্তব্য প্রত্যাহার করবেন। জবাবে কিহারা বলেন, জাপান চীনের ওপর সামরিক হামলা চালাবে— এমন কোনো আশঙ্কা নেই; তবে প্রধানমন্ত্রী তাকাইচি নিজের মন্তব্য প্রত্যাহার করবেন না। এর কারণ হিসেবে কিহারা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য জাপানের সরকারের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়।
কিহারা আরও বলেন, জাপান চায় যে তাইওয়ানের সঙ্গে যাবতীয় সমস্যা চীন আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করুক।
এদিকে জাপানের মুখপাত্রের সঙ্গে বেইজিংয়ের বৈঠকের পর চীনা সংবাদমাধ্যমগুলো প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। চীনের সরকারী বার্তাসংস্থঅ সিনহুয়া-তে ‘তাকাইচি জাপানের সামরিক দানবকে পুনরুজ্জীবিত করছেন’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।
পাশাপাশি জাপান থেকে সামুদ্রিক মাছ ও খাদ্যপণ্য আমদানি স্থগিত করেছে বেইজিং, চীনা নাগরিকদের জাপানে ভ্রমণকে এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে। চীনের ১০টিরও বেশি বিমান পরিষেবা সংস্থা জানিয়েছে, তারা জাপানে কোনো ফ্লাইট পরিচালনা করবে না।
উল্লেখ্য, চীনা পর্যটকদের প্রিয় গন্তব্য জাপান। প্রতি বছর জাপানে যত পর্যটক যান, তাদের তিনভাগের একভাগই চীনা।
চীনে জাপানের দু’টি চলচ্চিত্রের শ্যুটিং চলছিল। কয়েক দিন আগে চীনা কর্তৃপক্ষ সেই চলচ্চিত্রগুলোর শ্যুটিং বন্ধ করে দিয়েছে।
বেইজিংয়ের এসব পদক্ষেপের পর চীনে বসবাসরত নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিলো জাপান।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ