ইরানের ৩৩ ওয়েবসাইট বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে ইরান-সংশ্লিষ্ট এবং ইরানি কয়েক ডজন সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং বাণিজ্য বিভাগ মঙ্গলবার থেকে এসব ওয়েবসাইট অফলাইনে দিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাওয়া ওয়েবসাইটের মধ্যে আছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এবং ইয়েমেনের ইরান-সংশ্লিষ্ট হুথি বিদ্রোহী মালিকানাধীন আল-মাশিরাহ টেলিভিশন। থমকে যাওয়া পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে, তখন ইরানি ওয়েবসাইট বন্ধের এই ঘোষণা এল।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগ বলছে, ইরানি ইসলামিক রেডিও টেলিভিশন ইউনিয়ন (আইআরটিভিইউ) পরিচালিত ৩৩টি ওয়েবসাইট এবং ইরান সমর্থিত ইরাকের কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর অন্য তিনটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট যুক্তরাষ্ট্র বন্ধ করেছে।
বিচার বিভাগ বলছে, আইআরটিভিইউর ব্যবহৃত ডোমেইনগুলোর মালিক যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রেজারি অফিস অব ফরেইন অ্যাসেটস কন্ট্রোলের কাছে থেকে এসব ডোমেইনের লাইসেন্স নেয়নি আইআরটিভিইউ। ইরাকের কাতাইব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র; তারাও তিনটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটের লাইসেন্স নেয়নি।
মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে এসব সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি ও এর আরবি সংস্করণ আল-আলম টিভির ওয়েবসাইটে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আল-আলমের ওয়েবসাইটে বলা হয়েছে, বন্ধ করে দেওয়ার সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রের সরকারের নির্দেশনা অনুযায়ী আলআলমটিভি ডট নেটের ডোমেইন জব্দ করা হয়েছে। আইনি পদক্ষেপ হিসেবে ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি, অফিস অব এক্সপোর্ট এনফোর্সমেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই সিদ্ধান্ত নিয়েছে।
— Press TV (@PressTV) June 22, 2021
এছাড়াও যুক্তরাজ্য থেকে পরিচালিত বাহরাইনের আরবি ভাষার লুয়ালুয়া টিভির ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি তাদের সংবাদমাধ্যম আলমাসিরাহ ডট নেটের ওয়েবসাইট বন্ধ হয়নি বলে নিশ্চিত করেছে। ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী ইয়েমেনের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে।
ইরানের যেসব সংবাদমাধ্যমের ওয়েবসাইট জব্দ করেছে যুক্তরাষ্ট্র, সেসবের বেশিরভাগই ডটকম, ডটনেট ও ডটটিভি ব্যবহার করতো। ওয়েবসাইটের এসব ঠিকানা জেনেরিক ডোমেইনের অন্তর্ভুক্ত; যা বিশেষ কোনও দেশের জন্য নির্ধারিত নয়। তবে ডটটিভি ডোমেইনের মালিক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ টুভালু এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি ভেরিসাইন এটি পরিচালনা করে।
এদিকে, যুক্তরাষ্ট্র বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন ডোমেইনে অনলাইনে ফিরেছে ইরানের সংবাদমাধ্যমগুলোর বেশ কয়েকটি। ইরানের কট্টরপন্থী বিচারপতি ও কট্টর পশ্চিমাবিরোধী হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ওয়েবসাইট বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরানের শত্রুতা দীর্ঘদিনের, তবে দেশ দুটির মাঝে সম্পর্কের অবনতি ঘটে ২০১৮ সালে। ওই সময় ইরান এবং ছয় বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। পারমাণবিক কর্মসূচির সীমা বারবার লঙ্ঘনের মাধ্যমে ট্রাম্পের এই পদেক্ষেপের প্রতিশোধ নিয়েছে ইরান।
যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে সাক্ষরিত পারমাণবিক চুক্তিতে আবারও ফিরতে চান। তবে উভয় পক্ষ বলছে, অন্যদেরও তাদের প্রতিশ্রুতি পালনের দিকে ফিরে আসতে হবে।
রোববার ভিয়েনায় পারমাণবিক চুক্তি বাঁচাতে ইরানের একদল প্রতিনিধি ও চুক্তিতে সাক্ষরকারী অন্য পাঁচ দেশ চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাজ্য ষষ্ঠ দফার আলোচনায় অংশ নেয়। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষভাবে অংশ নেন।
ইরানের সব সংবাদমাধ্যমই সরকার পরিচালিত। দেশটিতে কোনও বেসরকারি টেলিভিশন অথবা রেডিও স্টেশন নেই। স্যাটেলাইট ডিশ সংযোগও দেশটিতে অবৈধ।
এর আগে, গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্যবহৃত ৯২টি ওয়েবসাইট বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। সেই সময় এসব ওয়েবসাইটের মাধ্যমে আইআরজিসি রাজনৈতিক বিভ্রান্তিকর বার্তা ছড়ায় বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র।
তবে মঙ্গলবার ইরানি ৩৩ সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে ইরানের গণমাধ্যম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেন্সরশিপ আরোপের চেষ্টার অভিযোগ করেছে।
সূত্র: বিবিসি, রয়টার্স।
এসএস