সুড়ঙ্গ থেকে বের হওয়া আরও পাঁচ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে শনিবার (২২ নভেম্বর) হামাসের আরও পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গতকাল আরও ছয়জনকে হত্যা করেছিল তারা।
হামাসের এসব যোদ্ধা রাফাতে সুড়ঙ্গের ভেতর ছিলেন। গতকাল তাদের ১৫-১৬ জনের একটি দল সেখান থেকে বের হয়েছিলেন। এরপর তাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল পূর্ব রাফার সুড়ঙ্গ থেকে হামাসের ১৫ যোদ্ধা বের হয়ে আসেন। এরমধ্যে ছয়জনকে গতকাল হত্যা করা হয় এবং আরও পাঁচজনকে আটক করা হয়। আজ আরও পাঁচজনকে হত্যা করা হয়েছে।
রাফাতে যোদ্ধাদের হত্যার পাশাপাশি গাজার বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন।
যুদ্ধবিরতি থেকে সরে যাওয়ার হুমকি হামাসের
দখলদার ইসরায়েল বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় যুদ্ধবিরতি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে হামাস। এক আরব কূটনীতিক টাইমস অব ইসরায়েলকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, হামাস আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে।
গাজায় আজ ব্যাপক হামলার অজুহাত হিসেবে নিজেদের সেনাদের ওপর গুলিবর্ষণের দাবি করেছে ইসরায়েল। তারো বলেছে, কথিত হলুদ সীমারেখার ভেতর হামাসের এক যোদ্ধা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে।
যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা থাকায় প্রকৃত সংখ্যা বেশি বলে আশঙ্কা করা হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই