গাজা শান্তি পরিকল্পনার ২য় ধাপ নিয়ে বৈঠক করছেন ট্রাম্প-নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার তিনি বলেছেন, এই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে শান্তির সম্ভাব্য সুযোগ এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজায় শাসনের অবসানের বিষয়টি নিয়ে আলোচনা হবে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা চলমান রয়েছে।
পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক ‘‘শান্তি বোর্ডের’’ তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাট ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এই সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সহায়তাও পাবে।
নেতানিয়াহু বলেছেন, শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আমি চলতি মাসের শেষের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। তিনি বলেন, ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ প্রায় শেষ হয়ে এসেছে।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ওই বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে নেতানিয়াহু কোনও তথ্য জানাননি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, গত সোমবার ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ওই সময় তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সহিংসতা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধবিরতির পর থেকে হামাস ২০ জন জীবিত জিম্মি ও ২৭ জনের মরদেহ ফেরত দিয়েছে।
এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি এক জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সূত্র: রয়টার্স, এএফপি।
এসএস