শান্তিতে নোবেলজয়ী নারীকে গ্রেপ্তার করল ইরান

নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ আইনজীবী এ মাসের শুরুতে মারা গিয়েছিলেন।
ইরানি নারী নার্গেস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল পুরস্কার জেতেন। ওই সময় কারাগারেই বন্দি ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
আজ শুক্রবার তাকেসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা খসরু আলীকোর্দি নামে এক আইনজীবীর স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন। গত সপ্তাহে নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নার্গেস মোহাম্মাদির স্বামী থাগি রহমানি, যিনি প্যারিসে থাকেন, তিনি জানিয়েছেন পূর্বাঞ্চলীয় শহর মাশাদ থেকে নার্গেসসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।
কেন শান্তিতে নোবেল পেয়েছিলেন নার্গেস?
ইরানের নারীদের ওপর হওয়া দমন-পীড়নের বিরুদ্ধে অদম্য লড়াই এবং দেশে সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি।। বাক্স্বাধীনতার অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে মোহাম্মদি বছরের পর বছর ধরে সোচ্চার ছিলেন। তার এই বলিষ্ঠ ভূমিকার জন্য ইরানের শাসকগোষ্ঠী তাকে বারবার গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি ৩১ বছরের দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। নোবেল কমিটির মতে, তার এই পুরস্কার ইরানের জনগণের, বিশেষ করে নারীদের, মুক্তির আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
সূত্র: এএফপি
এমটিআই