রয়েল বেঙ্গল টাইগার বেড়েছে আসামের মানসে

ভারতের আসামে ‘মানস জাতীয় উদ্যানে’ রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে। গত বছরের শুরুর দিকে উদ্যানটিতে বাঘের সংখ্যা ছিল ৩০টি। তবে এক বছরের ব্যবধানে তা ১৬টি বেড়েছে। বাঘ সংরক্ষণের ইতিহাসে একে নজিরবিহীন বলা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী চলতি সপ্তাহে ‘মানস জাতীয় উদ্যানের’ ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অমলচন্দ্র শর্মা জানান, এ বছর উদ্যানটিতে অন্তত ৪৬টি বাঘের উপস্থিতি চিহ্নিত করা গেছে।
তিনি বলেন, ‘ট্র্যাপ ক্যামেরায় তোলা ছবি দেখে প্রতিটি বাঘকে পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্তত ১৯টি পূর্ণবয়স্ক বাঘিনী, ১৬টি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ, ৩টি তরুণ এবং ৭টি শিশু রয়েছে।’
তিনি জানান, সম্প্রতি মানস ব্যাঘ্র প্রকল্প ও জাতীয় উদ্যানের সঙ্গে যে ৩৫০ বর্গ কিলোমিটার এলাকা সংযোজিত হয়েছে, সেখানেও ৪টি বাঘের সন্ধান মিলেছে।
২০১০ সালের শুমারিতে মানসে বাঘের সংখ্যা ছিল মাত্র ১০। ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসি) ২০১৪ সালে মানস জুড়ে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে অন্তত ১৬টি বাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়।


সংস্থাটির পক্ষ থেকে ২০১৮ সালের শেষ পর্বে প্রকাশিত ‘টাইগার স্ট্যাটাস রিপোর্ট’ জানানো হয়, বাঘের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ২৮।
আসামের সমের বড়োভূমিতে থাকা মানসকে ১৯৭২ সালে ব্যাঘ্র প্রকল্প হিসেবে চিহ্নিত করা হয়। পরে ১৯৮০ থেকে ২০০৩ সাল পর্যন্ত সন্ত্রাসে বিধ্বস্ত হয় এই অরণ্য। জাতীয় উদ্যান ছিল কার্যত রক্ষীহীন।
জঙ্গলে চোরাশিকারের ফলে গণ্ডার, বাঘ, চিতাবাঘ, বুনো মহিষ আর জলাভূমির হরিণসহ নানা বন্যপ্রাণীর সংখ্যা অনেক কমে গিয়েছিল। মানসের ‘ঐতিহ্যক্ষেত্র’ তকমাও নব্বইয়ের দশকে ‘বিপন্ন’ তালিকাভুক্ত করে দিয়েছিল ইউনেসকো।
২০০৩ সালে বড়ো শান্তিচুক্তির পর ‘বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল’ গঠনের পর স্থিতাবস্থা ফেরে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি শুরু হয়। যদিও চোরাশিকারের সমস্যা পুরোপুরি কমেনি।
এরপর সমাজের মূল স্রোতে ফেরা বড়ো জঙ্গিদের সাহায্যে ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল’ কর্তৃপক্ষ বন্যপ্রাণী রক্ষার কাজ শুরু করে। সাহায্য নেওয়া হয় ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ), ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া (ডব্লিউটিআই)-সহ বিভিন্ন বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার বিশেষজ্ঞদের।
তার ফল মেলে হাতেনাতে। বাঘ এবং গন্ডারের পাশাপাশি অতি বিপন্ন হিসপিড হেয়ার, পিগমি হগ এমনকি, বেঙ্গল ফ্লোরিক্যান পাখির সংখ্যাও বাড়তে থাকে। এক সময় উত্তরবঙ্গের ডুয়ার্সের তৃণভূমিতে এই পাখির অস্তিত্ব মিললেও এখন সেখানে তাদের দেখা মেলে না।
মানসে বন্যপ্রাণ সংরক্ষণের কাজে যুক্ত ডব্লিউটিআই-এর গবেষক সনাতন ডেকা আজ শুক্রবার বলেন, ‘শুধু বাঘ নয়, অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে মানস দেশের মধ্যে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। ২০০৫ সালে মানস গন্ডারশূন্য হয়ে গিয়েছিল। আসামের কাজিরাঙা এবং পবিতোরা থেকে কয়েকটি গন্ডার এনে শুরু হয় পুনর্বাসনের কাজ। সেই সংখ্যা বেড়ে এখন ৫০ ছুঁতে চলছে। এক বছরে অনেক বেড়েছে জলাভূমির হরিণের সংখ্যাও।’
অমলচন্দ্র জানিয়েছেন, ২০১৯-২০-র সুমারিতে মানসে ৭টি ব্ল্যাক প্যান্থারসহ মোট ২৭টি চিতাবাঘের সন্ধান মিলেছিল। তা আরও বেড়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান করা হচ্ছে।
এএস