আন্তর্জাতিক অপরাধ আদালতের ২ বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ২ বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালতের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো মার্কিন সরকার। এ আদালত গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে ইসরায়েল আইসিসির পরোয়ানার বিরুদ্ধে আবেদন করে। কিন্তু এটি প্রত্যাখ্যান করে দেন আদালত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, মঙ্গোলিয়া ও জর্জিয়ার দুই বিচারক আইসিসিতে ইসরায়েলের আবেদনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তাই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সূত্র: এএফপি
এমটিআই