ভারতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেন থেকে ছিটকে পড়ে নবদম্পতির মৃত্যু

ভারতের তেলেঙ্গানার যাদাদ্রি ভুবনগিরি জেলায় ট্রেন থেকে ছিটকে পড়ে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভাঙ্গাপল্লি-আলার রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোরাদা সিমহাচালাম (২৫) এবং তার স্ত্রী ভবনী (১৯)। তারা অন্ধ্রপ্রদেশের পার্বতীপূরম মানম জেলার রভুপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন। দুই মাস আগে তাদের বিয়ে হয়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সেকুন্দারাবাদ থেকে মাছিপটম এক্সপ্রেসে উঠেন। যাচ্ছিলেন বিজয়দ্দাতে এক আত্মীয়ের বাড়িতে। ট্রেনটি ভাঙ্গাপল্লি স্টেশন ছাড়ার পর তারা দুজনে গিয়ে দরজার কাছে দাঁড়ান। ওই সময় চলন্ত ট্রেন থেকে দুজনই পা পিছলে পড়ে যান। তবে ট্রেনের ভেতরের কেউ বিষয়টি আঁচ করতে পারেননি।
পরেরদিন শুক্রবার রেলওয়ের ট্র্যাকম্যান রেললাইনের পাশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তখন তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সিমহাচালাম হায়দরাবাদে একটি ক্যামিকেল কোম্পানিতে কাজ করতেন। তিনি তার স্ত্রীকে নিয়ে জগতগিরিগুদ্দার গান্ধীনগরে থাকতেন।
সূত্র: দ্য হিন্দু
এমটিআই