দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ৯

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরের একটি পানশালায় হামলা চালিয়ে ৯ জনকে নিহত এবং ১০ জনকে আহত করেছে বন্দুকধারী দুর্বৃত্তরা। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১ টার দিকে ঘটেছে এই হামলার ঘটনা।
আজ রোববার এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানিয়েছে, “গতকাল শনিবার রাত ১ টার দিকে একটি সাদা মাইক্রোবাস এবং একটি রুপালি রঙের মোটরগাড়িতে চেপে ১২ জন ওই পানশালায় আসে এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই পানশালার মালিকসহ ৯ জনকে হত্যা এবং ১০ জনকে আহত করে। তারা অল্প সময় সেখানে অবস্থান করেছে এবং যতক্ষণ সেখানে তারা ছিল, ততক্ষণই গুলি ছুড়েছে। পানশালাটি বৈধ এবং সরকারিভাবে নিবন্ধিত।”
দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি অবশ্য জানিয়েছে যে বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার ভিতরে ঘটেনি, ঘটেছে বাইরের সড়কে।
জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের রাজধানী শহর। গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনান ফ্রেড কেকানা বলেছেন, “আমরা এখনও এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছি। কেন্দ্রীয় পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা এক্ষেত্রে আমাদের সহযোগিতা করছেন। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সদস্য এবং প্রাদেশিক পুলিশের সদস্যরাও আমাদের সঙ্গে আছেন।”
কেকানা জানিয়েছেন, কী কারণে এই হামলা ঘটল কারা এ জন্য দায়ী— তা এখনও জানতে পারেনি পুলিশ। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও সাংবাদিকদের উল্লেখ করেছেন তিনি।
সূত্র : আলজাজিরা
এসএমডব্লিউ