ফিলিস্তিনি খামারির বাড়িতে হামলা, ইসরায়েলিরা মেরে ফেলল ভেড়া

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরের দক্ষিণাঞ্চলে এক ফিলিস্তিনি খামারির বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি স্যাটেলাররা। এ সময় তারা তার কয়েকটি ভেড়াকে শক্ত বস্তু দিয়ে আঘাত করে ও ছুরিকাঘাত দিয়ে মেরে ফেলে।
নিরীহ এসব প্রাণীর ওপর এই বর্বরোচিত হামলার ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছে, সামু নামে ওই শহরে পরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। তারা জানতে পারে, নিকটবর্তী সুসইয়া বসতি থেকে স্যাটেলাররা এসে সামুতে হামলা চালাচ্ছে।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ভেড়াদের শরীরে বড় রড দিয়ে আঘাত করছে স্যাটেলাররা। এর কিছুক্ষণ পর ক্যামেরা ভেঙে ফেলে এক স্যাটেলার।
পরবর্তীতে ঘটনাস্থলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, রক্তমাখা একটি ভেড়া প্রাণহীন অবস্থায় পড়ে আছে।
— Yossi Eli (@Yossi_eli) December 23, 2025
আরব একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ভেড়াগুলোর মালিক মাহমুদ আল-দাঘামিন। হামলাকারীরা প্রথমে তার বাড়িতে পাথর নিক্ষেপ করে। ওই সময় ঘরের জানালা ভেঙে ফেলে তারা।
ভেড়ার ওপর হামলা ছাড়াও তিন ফিলিস্তিনিকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। তাদের পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের একটি কম্পাউন্ডে অভিযান চালায়। ওই সময় হামলার ব্যাপক প্রমাণ পায় এবং পাঁচ স্যাটেলারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই