ইরানে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ইরানে শুরু হওয়া বিক্ষোভ তীব্র থেকে তীব্র হচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী তেহরানের বিক্ষোভের একটি ভিডিও যাচাই করে তারা দেখেছে এটি সত্য ভিডিও। এতে দেখা গেছে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।
ভিডিওতে গাড়ির হর্নের শব্দও শোনা গেছে। যেগুলো মানুষকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে।
ইরানি রিয়ালের অবিশ্বাস্যরকম পতন হওয়ার পর গত ২৮ ডিসেম্বর প্রথমে বিক্ষোভ শুরু হয়। যা ধীরে ধীরে দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
এটির সূত্রপাত হয় ব্যবসায়ীদের মাধ্যমে। তারা দোকান বন্ধ রেখে বিক্ষোভের সূচনা করেন। যা এখন পর্যন্ত অন্তত ৫০টি শহরে ছড়িয়েছে। কিছু কিছু জায়গায় সহিংসতাও হয়েছে। এতে করে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যসহ ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরমধ্যে বৃহস্পতিবার ইরানে ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
এমটিআই