ইরানে সরকারি টিভি চ্যানেল সংশ্লিষ্ট ভবনে আগুন

ইরানের ইস্ফাহানে সরকারি টিভি চ্যানেল আইআরআইবির সংশ্লিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। দেশটিতে গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এরমধ্যে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট ভবনের সঙ্গে আরও কয়েকটি ভবনে আগুন জ্বলছে। এ ভিডিওর সত্যতা যাচাই করছে তারা।
বিবিসি বলেছে, যে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে সেই স্থানের গুগল আর্থের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা দেখেছে সেখানে ইয়ং জার্নালিস্ট ক্লাবের অফিস রয়েছে। যা সরকারি টিভি আইআরআইবির একটি সহযোগী প্রতিষ্ঠান।
কী কারণে সেখানে আগুন লেগেছে এটি এখনো স্পষ্ট এবং কেউ হতাহত হয়েছে কি না সেটিও নিশ্চিত নয়।
সূত্র: বিবিসি
এমটিআই