ইরানে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগের ইঙ্গিত ইসলামিক বিপ্লবী গার্ডের

ইরানে চলমান বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগের ইঙ্গিত দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার (৯ জানুয়ারি) চৌকস এ বাহিনী এক বিবৃতিতে বলেছে, দেশের বর্তমান পরিস্থিতি অব্যাহত রাখতে দেবে না তারা।
এরআগে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, যারা দেশে ধ্বংসাত্মক কাজ লিপ্ত হয়েছেন তাদের মোকাবিলা করতে সরকার পিছপা হবে না।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই বিবৃতিগুলো ইঙ্গিত দিচ্ছে নিরাপত্তা বাহিনী ধৈর্য কমে আসছে এবং তারা বিক্ষোভকারীদের দমনের পরিকল্পনা করছে।
ইরানের রাষ্ট্রীয় টিভিগুলোতে বাবা-মায়েদের প্রতি আহ্বান জানিয়ে বার্তা প্রচার করা হচ্ছে। এতে বলা হচ্ছে, তারা যেন তাদের সন্তানদের বিক্ষোভে যেতে না দেন। কারণ সেখানে তারা সন্ত্রাসীদের হামলার শিকার হতে পারে।
গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তখন ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয়।
১৯৭৯ সালে গণবিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। ওই সময় থেকে এবারই এই শাসন ব্যবস্থা সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সূত্র: বিবিসি
এমটিআই