ইরানে সামরিক শক্তি ব্যবহারে ভীত নন ট্রাম্প

ইরানে সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীত নন। তিনি এ ব্যাপারে কোনো ভয় পান না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট।
সোমবার (১২ জানুয়ারি) ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে লেভিট বলেন, “যদিও কূটনীতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ। কিন্তু তিনি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও মারণাস্ত্র ব্যবহারে ভীত নন। যখন ইরানে হামলা চালানো প্রয়োজন হবে ও মনে হবে তখন হামলা চালানো হবে।”
কী ধরনের হামলা চালানো হবে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেস সেক্রেটারি বলেন, “কমান্ডার ইন-চীফের বিবেচনায় বর্তমানে বিমান হামলাসহ অনেক অনেক অপশন রয়েছে। তিনি খুব পরিষ্কার করেই জানিয়েছেন, তেহরানের রাজপথে মানুষকে (বিক্ষোভকারী) হত্যা করা হবে তিনি এটি দেখতে চান না। কিন্তু আমরা এখন এমন কিছুই হতে দেখছি।”
গত বছর পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা মনে করিয়ে দিয়ে লেভিট বলেন, “যুক্তরাষ্ট্রের শক্তির ব্যাপারে ইরানের চেয়ে আর কেউ ভালো জানে না।”
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের প্রকাশ্য বার্তা এবং গোপন বার্তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি। কিন্তু সেই বার্তাগুলো কি সেটি খোলাসা করেননি লেভিট।
প্রেস সেক্রেটারির এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে ঘোষণা দেন যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে তাদের পণ্যে যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথাও জানান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমটিআই