ইরানে সম্ভাব্য অভিযান নিয়ে অবহিত করা হয়েছে ট্রাম্পকে

ইরানে যুক্তরাষ্ট্র কি ধরনের অভিযান চালাবে সে ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সংবাদমাধ্যম সিবিএস নিউজকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা। তারা বলেছেন, ইরানে হস্তক্ষেপের অংশ হিসেবে দূরপাল্লার মিসাইল ছোড়ার পাশাপাশি সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা ট্রাম্পের কাছে উত্থাপন করা হয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত মাসে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা অল্প সময়ের ব্যবধানে সহিংস রূপ ধারণ করে। এতে এখন পর্যন্ত সাড়ে ছয়শর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিচ্ছিলেন, যদি বিক্ষোভকারীদের ইরান সরকার হত্যা করে তাহলে তারা হস্তক্ষেপ করবেন।
ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প স্থানীয় সময় সোমবার ঘোষণা দিয়েছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। তবে একইসঙ্গে যুদ্ধের জন্যও তারা প্রস্তুত আছেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কি করা হবে এ ব্যাপারে মঙ্গলবার আলোচনায় বসবেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। তবে এ আলোচনায় ট্রাম্প উপস্থিত থাকবেন কি না সেটি স্পষ্ট নয়।
এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, ইরান তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। কিন্তু আলোচনায় বসার আগে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
সূত্র: সিবিসি
এমটিআই