পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান

খুচরা গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ দশমিক ৫৯ রুপি কমাচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ।
আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর করা হবে এ সিদ্ধান্ত। দ্য নিউজের প্রতিবেদনের অনুসারে, পেট্রোলের পাশাপাশি হাই স্পিড ডিজেল, কেরোসিন এবং লাইট ডিজেলের দামও কমানো হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ খুচরা গ্রাহক পর্যায়ে প্রতি লিটার হাই স্পিড ডিজেলে ২ দশমিক ৭০ রুপি, প্রতি লিটার কেরোসিনে ১ দশমিক ৮২ রুপি এবং প্রতি লিটার লাইট ডিজেলের দাম ২ দশমিক ০৮ লিটার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইস্পিড ডিজেল, কেরোসিন ও লাইট ডিজেলের নতুন মূল্যও কার্যকর করা হবে ১৬ জানুয়ারি থেকে।
পাকিস্তানের জ্বালানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে জ্বালানি তেলের দাম হ্রাসের এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে আছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে আসার পর দেশটির তেলসম্পদের পর যুক্তরাষ্ট্রের সর্বাত্মক কর্তৃত্ব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলে দামে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড গড়ে ৬০ ডলার এবং প্রতি লিটার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেল গড়ে ৫০ রুপিতে বিক্রি হচ্ছে। এটি চলতি বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সর্বনিম্ন দাম।
সূত্র : জিও টিভি
এসএমডব্লিউ