মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি থেকে কিছু সেনাকে সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমন আশঙ্কার মধ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরে যেতে বলেছে দেশটি।
বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তিন কূটনীতিক বার্তাসংস্থাটিকে বলেছেন, বুধবার সন্ধ্যার মধ্যেই তাদের সরে যেতে বলা হয়েছে।
দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
দোহার আল-উদেইদ মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছেন।
এক কূটনীতিক বলেছেন, “এটি কেবল অবস্থানের একটি পরিবর্তন। ঘাঁটি ছাড়ার কোনো নির্দেশনা নয়।” সেনাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণ বলা হয়েছে এমন কিছু সম্পর্কেও জানেনা বলে জানিয়েছেন তিনি।
এরআগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, তারা আঞ্চলিক দেশগুলোকে বার্তা দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।
ইরানে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবেন। ইরানের সাধারণ মানুষকে দেওয়া সর্বশেষ বার্তায় তিনি আবারও বিক্ষোভ শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করতে বলেছেন।
গত বছরের জুনে ইরানে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। এর এক সপ্তাহ আগে দোহার ঘাঁটিতে থাকা কিছু সেনা ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।
এর জবাবে ইরান আল-উদাইদ ঘাঁটিতে মিসাইল ছুড়েছিল। যদিও এটি ছিল খুবই সীমিত।
সূত্র: রয়টার্স
এমটিআই