ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘অত্যাসন্ন’, উচ্চসতর্কতায় ইসরায়েল

ইরানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে এমন শঙ্কায় উচ্চসতর্কতা অবলম্বন করছে দখলদার ইসরায়েল। এই হামলার পর ইরান পাল্টা হামলা চালাতে পারে এমনটি বিবেচনায় রেখে সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে তারা।
বার্তাসংস্থা টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা এখন বলছেন, যুক্তরাষ্ট্র কি হামলা চালাবে এই জায়গা থেকে সরে এসে তারা অপেক্ষা করছেন কখন ইরানে হামলা হবে। অর্থাৎ তারা মনে করেছেন যে কোনো সময় ইরানে হামলা চালাবে মার্কিন যুদ্ধবিমান।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস যে কোনো হামলার আগে যুক্তরাষ্ট্র তাদের অবহিত করবে। কারণ ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য তাদের প্রস্তুতি নিতে হবে।
সম্ভাব্য এ হামলার পূর্ব সতর্কতার অংশ হিসেবে ইসরায়েল তাদের সব সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। বিশেষ করে বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখা হয়েছে।
ইসরায়েলি আর্মি রেডিওকে সামরিক করসপনডেন্ট ড্যারন কাদোস বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা করছেন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাবে।
তিনি বলেছেন, “আমাদের পর্যবেক্ষণ হলো যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। তাহলে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেবেন।”
এছাড়া লেবানন থেকে হিজবুল্লাহ, ইয়েমেন থেকে হুতি এমনকি সিরিয়া ও ইরাক থেকেও সমন্বিত হামলা চালানো হতে পারে বলে ধারণা করছেন ইসরায়েলি কর্মকর্তারা।
তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি সামরিক হামলার পাশাপাশি সাইবার হামলা এমনকি অন্যান্য দেশে ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এমটিআই