ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে যাচ্ছে ইউরোপীয় সেনারা

ডেনমার্কের স্বায়ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে সেখানে যাওয়া শুরু করেছে ইউরোপীয় সেনারা।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফরাসি সেনাবাহিনীর একটি ছোট দল গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছেছে। তাদের সঙ্গে জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড ও যুক্তরাজ্যের সেনারাও থাকবে। তারা সেখানে সামরিক মহড়া দেবেন।
এদিকে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা করতে গতকাল ওয়াশিংটনে গেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে দেখা করেন। এর কয়েক ঘণ্টা পরই ফ্রান্সের সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি দল গ্রিনল্যান্ডে গিয়ে পৌঁছায়।
আলোচনার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন জানিয়েছেন, জেডি ভান্সের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে। কিন্তু কিছু বিষয় নিয়ে মতানৈক্য রয়ে গেছে। এছাড়া ট্রাম্প যে গ্রিনল্যান্ড কিনে নিতে চান সেটির নিন্দাও জানিয়েছেন তিনি।
ট্রাম্প তার গ্রিনল্যান্ড দখলের হুমকির সুর আরও কঠোর করেছেন। গতকাল সাংবাদিকদের তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড তাদের লাগবেই।
এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, তারা গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনে যোগ দেবেন না। কিন্তু তিনি সতর্ক করেছেন যদি যুক্তরাষ্ট্র সেখানে সামরিক কোনো পদক্ষেপ নেয় তাহলে এটি হবে একটি ‘রাজনৈতিক বিপর্যয়’।
তিনি আরও বলেন, “এক ন্যাটো সদস্যদের সঙ্গে আরেক ন্যাটো সদস্যের দ্বন্দ্ব বা ভূখণ্ড অধিগ্রহণের চেষ্টা করা হলে বিশ্ব শেষ হয়ে যাবে— যে বিশ্বকে এখন আমরা জানি।”
সূত্র: বিবিসি
এমটিআই