রাশিয়া থেকে আসা ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স

রাশিয়া থেকে আসা একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী। জাহাজটি ‘ভুয়া পতাকা ব্যবহার করে’ চলছিল বলেও অভিযোগ করেছে ফ্রান্স।
দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ট্যাংকার জব্দের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের নৌ সেনারা ভূমধ্যসাগরে একাধিক মিত্র দেশের সহযোগিতায় জাহাজটিতে ওঠে এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে ফরাসি নৌবাহিনী নিশ্চিত করে যুক্তরাজ্য তাদের সহায়তা করেছে।
ট্যাংকার জাহাজটি শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ বহরের অংশ। যেগুলো নিষেধাজ্ঞার কারণে পরিচয় গোপন রেখে চলাচল করে।
ম্যাক্রোঁ বলেছেন তারা আন্তর্জাতিক আইন অব্যাহত রাখতে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ করবেন। তার দাবি এসব জাহাজের মাধ্যমে তেল আনা-নেওয়া করে ইউক্রেন যুদ্ধে অর্থ যোগান দেওয়া হচ্ছে।
তিনি বলেছেন, “আমরা আন্তর্জাতিক আইন মেনে চলতে এবং নিষেধাজ্ঞার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই 'শ্যাডো ফ্লিট' বা ছায়া জাহাজবহরের কার্যক্রম ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে।"
ট্যাংকারটি অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়ে ম্যাক্রোঁ আরও বলেছেন এটির বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে। তবে ট্যাংকারটি নতুন গন্তব্য বা এটি কোথায় নেওয়া হবে সেটি স্পষ্ট করেননি তিনি।
সূত্র: বিবিসি
এমটিআই