আফগানিস্তানে ন্যাটোর সেনারা যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরে ছিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র কখনো ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে সেনা সহায়তা চাইলে সেটি পাবে কি না তার সন্দেহ আছে। এছাড়া আফগানিস্তানে তাদের ডাকা সাড়া দিয়ে ন্যাটো সেনা পাঠালেও সেসব সেনা সম্মুখভাগ থেকে পেছনে ছিল বলে মন্তব্য করেছেন তিনি। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাজ্য।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, “যদি আমাদের ন্যাটোর সেনা কখনো প্রয়োজন হয় তাহলে ন্যাটো জোট আমাদের সঙ্গে থাকবে কি না আমি নিশ্চিত নই। আমরা কখনো তাদের কাছে এমন কিছু চাইনি। কিন্তু ন্যাটো বলবে আমরা আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছি… তারা পাঠিয়েছে। কিন্তু যুদ্ধের সম্মুখভাগ থেকে তারা কিছুটা দূরে ছিল।”
ট্রাম্পের মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তার দপ্তর এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা হয়। ওই হামলার সঙ্গে ওসামা বিন লাদেনের আল-কায়েদা জড়িত এমন অভিযোগে ওই বছর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় ন্যাটোর আর্টিকেল-৫ আহ্বান করে মার্কিনিরা। এই আর্টিকেলে বলা আছে ন্যাটোর কোনো দেশের ওপর সন্ত্রাসী হামলা হলে সেটি সব দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। মার্কিনিরা আর্টিকেল-৫ আহ্বান করার পর যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ইতালিসহ ন্যাটোর অন্যান্য দেশগুলো আফগানিস্তানে সরাসরি হামলায় যুক্ত হয়।
আফগানিস্তানে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ১০ হাজার সেনা হতাহত হয়েছিলেন। অপরদিকে যুক্তরাজ্যের প্রায় সাড়ে ৪০০ সেনা প্রাণ হারিয়েছেন।
এমটিআই