ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ সেনা নিহত

ইন্দোনেমিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ২৩ জন নৌ সেনাসদস্য। দেশটির নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকালের দিকে ঘটে এই ভূমিধস। পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির সীমন্তের কাছে অবস্থিত। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাহাড়ি এলাকা। ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল জানিয়েছেন, যে সময় ভূমিধস ঘটে— তখন সীমান্তের কাছে নৌ সেনাদের প্রশিক্ষণ শিবির চলছিল।
মূলত ভারী বর্ষণের কারণেই এই ভূমিধস ঘটেছে উল্লেখ করে রয়টার্সকে তাঙ্গুল বলেন, “ভারী বর্ষণের কারণে প্রশিক্ষণ শিবিরে ভূমিধস ঘটেছে। মাটিচাপা পড়া সেনাদের উদ্ধারে কাজ চলছে।”
এদিকে ভূমিধসের পর শনিবার থেকেই উদ্ধার তৎপরতা শরু করেছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।
সোমবার সন্ধ্যার দিকে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত মাটির স্তূপ সরিয়ে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও ৪২ জন নিখোঁজ আছেন। নিহত সেনাদের মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না— তা এখনও স্পষ্ট নয়।
দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী, সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলের ৮ শতাধিক সদস্য সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।