ইরানে সরকার পতন হয়ে গেলে সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা তুরস্কের

ইরানে যদি কোনো কথায় সরকার পতন হয়ে যায় তাহলে নিজেদের সীমান্তে বাফান জোন তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।
সংবাদমাধ্যমটি বলেছে, গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সংসদে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই সময় তারা বলেন, ইরানে যে কোনো কিছু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে তারা প্রস্তুতি নিচ্ছেন।
বৈঠকে থাকা এক সাংসদ বলেছেন, কর্মকর্তারা বাফার জোন তৈরির কথা বলেছেন। তাদের পরিকল্পনা হলো ইরান সরকার পতন হলে সেখান থেকে কোনো শরণার্থী যেন তুরস্কে প্রবেশ করতে না পারে। কারণ তারা নতুন করে আর কোনো শরণার্থীকে নিজেদের দেশে নিতে চায় না।
তবে আরেক সাংসদ বলেছেন বৈঠকে বাফার জোন কথাটি উচ্চারণ করা হয়নি। কিন্তু তারা স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে বড় পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন। তিনি বলেছেন, “তারা বলেছেন ইরান সীমান্তে যা কিছু করার তার সবই যেন করা হয়। কারণ যারা ইরান থেকে তুরস্কে প্রবেশের চেষ্টা করবেন তারা যেন ইরানেই থাকেন।”
চলতি মাসের শুরুতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ইরানের সঙ্গে থাকা তাদের ৫৬০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে প্রযুক্তিনির্ভর বেঁড়া নির্মাণ করা হয়েছে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র এ সপ্তাহের মধ্যে হামলা চালাতে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে তাদের যুদ্ধবিমানবাহী রণতরীসহ মিসাইলবাহী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে।
সূত্র: মিডেল ইস্ট আই
এমটিআই