যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যদি এবার যুদ্ধ বাঁধে তাহলে ইরান এক মিলিমিটারও পিছপা হবে না বলে হুমকি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ।
এছাড়া গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, বিপ্লবী গার্ডের উপপ্রধান বলেছেন, “ইরান যুদ্ধ চাইছে না। কিন্তু যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। যদি যুদ্ধ বাঁধে, কোনো পিছিয়ে যাওয়া হবে না, এমনকি এক মিলিমিটারও না। ইরান সামনে এগিয়ে যাবে।”
হরমুজ প্রণালী এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিপ্লবী গার্ড প্রধান বলেছেন, “ইরান পুরোনো পদ্ধতি থেকে সরে এসে এখন বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করছে। এতে করে সেখানে সামুদ্রিক, আকাশ এবং পানির নিচে চলাচল করে সবকিছু ইরানের সার্বক্ষণিক নজরে রয়েছে।”
এছাড়া অন্য দেশের পতাকা ব্যবহার করে বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে কি না সে সিদ্ধান্তও ইরান নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধ শুরু করলে সেটি থেকে তাদের লাভবান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, “বিশ্ব অর্থনীতি ভুগবে ইরান চায় না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে যুদ্ধ শুরু করবে তাদের সেখান থেকে লাভবান হতে দেওয়া হবে না।”
তিনি বলেছেন তাদের যেসব প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ডকে ইরানে হামলার জন্য ব্যবহারে অনুমতি দেবে সেসব দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবেন তারা।
এছাড়া ইরানের আরও অজানা সামরিক সক্ষমতাও আছে বলে দাবি করেছেন তিনি। যা যথাযথ সময়ে প্রকাশ করা হবে।
সূত্র: আনাদোলু
এমটিআই