এক ডলারে মিলছে ১৬ লাখের বেশি ইরানি রিয়াল

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের আরও দরপতন হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির মুদ্রার ইতিহাসে সর্বোচ্চ দরপতন হয়। আজ মুক্ত বাজারে এক মার্কিন ডলারে মিলছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল।
মুদ্রা বিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট এ তথ্য জানিয়েছে। গতকাল এক ডলারের বিপরীতে ১৫ লাখ রিয়াল মিলছিল। একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার দরপতন হয়েছে প্রায় দেড় লাখ রিয়াল।
গত মাসের শেষদিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এর জেরে গত ৭ জানুয়ারি দেশটির সরকার ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয়।
বোনবাস্ট জানিয়েছে, ইন্টারনেট না থাকায় আঞ্চলিক বাজার যেমন— ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তে ইরানি রিয়াল কত দরে বিক্রি হচ্ছে সেটির সঠিক তথ্য জানা যায়নি।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন ঘোষণার পর বাজার আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে ইরানের চারপাশে নৌ ব্লকেড তৈরি করবে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের তেল ও গ্যাসফিল্ড লক্ষ্য করেও হামলা চালানো হতে পারে।
এমটিআই