একদিনে তিন ডোজ টিকা দেওয়া হলো তাকে

ভারতের মহারাষ্ট্রের ২৮ বছর বয়সী এক নারী শুক্রবার টিকা নিতে যান বাড়ির পাশের একটি টিকাদান কেন্দ্রে। তাকে সেখানে কয়েক মিনিটের ব্যবধানে কোভিড টিকার তিনটি ডোজ দেওয়া হয়। এই ঘটনা দেশটিতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
মুম্বাইসংলগ্ন থানের আনন্দনগরে পৌরসভার কেন্দ্রে টিকা নিতে গিয়েছিলেন তিনি। তার অভিযোগ, নিয়ম মেনে টিকার প্রথম ডোজ নেওয়ার পর সেখানেই বসে ছিলেন। তাকে কেউ চলে যেতে বলেননি। পরে স্বাস্থ্যকর্মীরা তাকে আবারও টিকা দেন।
কেন্দ্র থেকে ফিরে ঘটনা জানান স্বামীকে। তার স্বামী টিকাদান কেন্দ্রে যোগাযোগ করেন। এরপর বিষয়টি জানাজানি হয়। তিনি ঘটনার কথা জানান স্থানীয় করপোরেটরকে। তারপর পৌর কর্তৃপক্ষ ওই নারীর স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখতে শুরু করে।
নারীর স্বামী জানিয়েছেন, টিকা নেওয়ার পরই তার স্ত্রীর জ্বর এসেছে। এখন তিনি পারিবারিক চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে পূর্ণ বিশ্রামে আছেন। সরকারি চিকিৎসকরা তার স্ত্রীকে দেখেছেন। তারাও বলেছেন, তার স্ত্রী পুরোপুরি সুস্থ আছেন।
ঠানে পৌরসভার চিকিৎসক খুশবু তাওড়ে বলেছেন, ‘চিকিৎসকদের একটি দলকে ওই নারীর বাড়িতে পাঠানো হয়েছিল। দুই বার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। ঘটনার তদন্ত করতে আমরা একটি কমিটি গঠন করেছি।’
ওই নারীর নাম-পরিচয় তাকে কোন কোম্পানির উৎপাদিত টিকা দেওয়া হয়েছে, সেটাও জানায়নি পৌর কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছে, ওই নারী পুরোপুরি সুস্থ আছেন। অতিরিক্ত ডোজ টিকা নেওয়ার পর তার বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
এএস