গাজায় ইসরায়েলের হামলায় একদিনে ৩২ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৩২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দখলদার সেনারা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। এর আগে গতকাল রাতেও হামলা হয়।
শুধুমাত্র আজ ভোর থেকে রাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে।
দখলদারদের সেনাবাহিনী দাবি করেছে, গতকাল রাফাতে হামাসের ৮ যোদ্ধা অস্ত্র নিয়ে সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে আজকে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সিভিল ডিফেন্স এজেন্সি এর আগের আপডেটে ২৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। এরপর সংখ্যাটি ৩২-এ উন্নীত করে তারা।
গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় আজ সকালে গাজা পুলিশের সদরদপ্তরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই হামলায় মৃতের সংখ্যা বাড়ার পর মোট মৃতের সংখ্যা বাড়ে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশের সদরদপ্তরে হামলায় ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে পুলিশ কর্মকর্তা ও বন্দি উভয় আছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ সদরদপ্তরে হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বাকি নিহতরা বেসামরিক লোকজন। নিহতদের মধ্যে একজন কর্নেল, দুইজন মেজর এবং দুইজন লেফটেনেন্ট সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ পুলিশ কর্মকর্তা।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই