যেখানে-সেখানে ভাস্কর্য নিয়ে কঠোর হচ্ছে কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কসবায় একটি ভুয়া টিকাকেন্দ্রের খোঁজ মেলার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না।
সেই ভুয়া টিকাকেন্দ্রের জল গড়াচ্ছে শহরের রাস্তায় মনীষীদের ভাস্কর্য পর্যন্ত। কারণ, কসবার ভুয়া ভ্যাকসিন কাণ্ডে আলাদা মাত্রা যোগ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ একটি ভাস্কর্যের নিচে থাকা ফলক। স্থানীয় রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছিল ওই ফলক ঘিরেই।
সে বিষয়টা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতার রাজপথে মনীষীদের ভাস্কর্য ও ফলক বসানোর অনুমতি দেওয়ার ক্ষেত্রে নড়েচড়ে বসছে কলকাতা পৌরসভা।
কলকাতা পৌরসভার একজন কর্মকর্তা বলছেন,বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছে পৌরসভা। শহরের যেখানে-সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মনীষীদের ভাস্কর্য বসিয়ে দেওয়া হয়। আর তারপর বছরের বাকি সময়টা ওই ভাস্কর্যের রক্ষণাবেক্ষণ না করে অবহেলায় ফেলে রাখা হয়।
তিনি আরও বলেন, এটা মনীষীদের প্রতি অবমাননা। জাতির প্রতি অপমান। পৌরসভা এ বিষয়ে এবার থেকে কঠোর হবে। মনীষীদের ভাস্কর্য যদি বসানো হয় তবে সেটা পৌরসভাই বসাবে এবং সেটার রক্ষণাবেক্ষণ পৌরসভাই করবে।
এনএফ