অন্তত ১ হাজার জনকে করোনার ভুয়া টিকা দেওয়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ভুয়া টিকাকেন্দ্র নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভুয়া ওই টিকাকেন্দ্র থেকে কত ভুয়া টিকা দেওয়া হয়েছিল সেটা নিয়ে শুরুতে পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও এখন তদন্তকারীরা বলছেন, প্রায় ১ হাজার জনকে ভুয়া টিকা দেওয়া হয়েছে ওই কেন্দ্রসহ আরও একটি কেন্দ্র থেকে।
পুরো ঘটনার মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে। ভারতের স্বাস্থ্য অধিদফতর বলছে, দেবাঞ্জনের ওই ভুয়া টিকাকেন্দ্র থেকে যারা টিকা নিয়েছিলেন তাদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, দেবাঞ্জনের সংস্থাকে কোনো টিকা তারা দেয়নি। এতে স্বাস্থ্য বিভাগ ঘটনার সঙ্গে জড়িত নয়, সেটা স্পষ্ট হলেও প্রশ্ন উঠেছে তাহলে টিকার বদলে কী ছিল সেই ভায়ালে? ধারণা করা হচ্ছে, ওই কেন্দ্রে দেওয়া হয়েছে বিসিজি অথবা হামের টিকা।
তদন্তকারীরা বলছেন, জাল টিকার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে কারও কোনও উপসর্গ না দেখা দেওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতে আছেন তারা।
টিকা নিয়ে বিরটা এই জালিয়াতির বিষয়টি সামনে আসে টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী ওই কেন্দ্রে টিকা নিতে গেলে। সেখান থেকে টিকা নেওয়ার পর কোনো মেসেজ না আসায় তিনি স্থানীয় পৌরসভায় যোগাযোগ করলে আস্তে আস্তে ফাঁস হয় সব কিছু।
এনএফ