ইইউ: সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় তুরস্ক

নতুন বছরে ইউরোপের ২৭ টি দেশের ঐক্যমঞ্চ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তুরস্ক।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু স্পেনের রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০২০ সালে কিছু বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্যরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়, এতে ইইউ’র সঙ্গে আমাদের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও কিছু সাময়িক জটিলতা তৈরি করে। আমাদের জন্য এটি একেবারেই অনাকাঙ্খিত ছিল।’
‘কিন্তু স্পেনসহ আরও কয়েকটি সদস্য রাষ্ট্রের আন্তরিক প্রচেষ্টায় সেই জটিলতা শেষ হওয়ার পথে। ইইউ’র সঙ্গে আমাদের সম্পর্ক এবং সংলাপ চলমান রয়েছে। এবং স্পেন ও তুরস্কের মধ্যে যে সাম্প্রতিক বৈঠক হলো, ইইউ’র সঙ্গে আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর ক্ষেত্রে এটি অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।’
শনিবার ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাভুসোগ্লু।
দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের চেষ্টা চালিয়ে আসছে তুরস্ক। ১৯৯৯ সালে প্রথম তুরস্ক ইইউ’র সদস্য হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করে। এরপর কয়েকবছর তা থেমে থাকলেও ২০০৫ সালে এরদোয়ান ক্ষমতায় এসে আবারও এ বিষয়ে আলোচনা শুরু করেন।
কিন্তু সে সময় ইইউ কতৃপক্ষ তুরস্ককে জানায়, ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ার জন্য ৩৫টি ধাপ রয়েছে, যার অধিকাংশই সফল ভাবে অর্জন করতে পারেনি তুরস্ক৷ অর্থনীতি থেকে পররাষ্ট্রনীতি, সর্বত্রই অপারগ হয়েছে তুরস্ক সরকার।
কিন্তু এরদোয়ান বরাবরই এর বিরোধিতা করে আসছেন। তার মতে, প্রতিটি ধাপই সফলভাবে উত্তীর্ণ হয়েছে তুরস্ক। কিন্তু ইউরোপের কোনো কোনো দেশের বিরোধিতার কারণেই তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে জায়গা পাচ্ছে না।
মাদ্রিদে শনিবারের সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরাঞ্চা গঞ্জালেস লায়া।
আগামী ২১ জানুয়ারি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র বিদেশনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে বৈঠকের করবেন কাভুসোগ্লু।
সূত্র: মিডলইস্ট মনিটর
এসএমডব্লিউ