স্বামীসহ টিকা নিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ মহামারি কোভিড-১৯ টিকা নিয়েছেন বলে শনিবার ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রাজপ্রাসাদ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘রানি এলিজাবেথ ও ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ আজ (৯ জানুয়ারি) কোভিড-১৯ টিকা নিয়েছেন।
ব্রিটেনে তৃতীয় টিকা হিসেবে মার্কিন কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা টিকার ব্যবহারের অনুমোদন দেওয়ার দিনই ৯৪ বছর বয়সী রানি ও তার ৯৯ বছর বয়সী স্বামী টিকা নিলেন।
রাজপরিবারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রাসাদের পারিবারিক চিকিৎসক রানির উইন্ডসর ক্যাসেল বাসভবনে তাদেরকে টিকা দেন।
কোনো ধরনের গুজব যাতে না ছড়ায় এ জন্য তিনি খবরটি জনসম্মুখে প্রকাশ করলেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন বলে এর আগে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
তাতে বলা হয়, বয়সের কারণেই শুরুতে টিকা পাচ্ছেন তারা। তাদের প্রতি পক্ষপাত দেখানো হচ্ছে না।
উল্লেখ্য, মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান বায়োএনটেকের টিকা প্রথম অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্য। দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর সম্প্রতি অক্সফোর্ডের টিকার অনুমোদন দেওয়া হয়। শনিবার অনুমোদন পায় মডার্নার টিকা।
এএস