চেন্নাইয়ের হাসপাতালে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণার মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় মারা গেছেন। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। শেষ সময়ে কৃষ্ণার পাশে ছিলেন তার ছেলে শুভ্রাংশু রায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মকুলপত্নী কৃষ্ণা। করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন তিনি। কলকাতা থেকে সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এদিকে মুকুল রায়ের স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে প্রকাশিত শোকবার্তায় মমতা লিখেছেন, ‘বিধায়ক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাকে ঘনিষ্ঠ ভাবে চিনতাম। তিনি মানুষের ভালো চাইতেন।’
দীর্ঘদিন ধরেই করোনা সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কৃষ্ণা। গত ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কলকাতার ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকেরা তার ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন। ফুসফুস প্রতিস্থাপনের জন্যই চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কৃষ্ণাকে। মঙ্গলবার সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
টিএম