মোদির মন্ত্রিসভায় বড় রদবদল আসতে পারে আজ

মোদির মন্ত্রিসভায় পরিবর্তন আসছে, এমন গুঞ্জন রয়েছে জুনের শুরুর দিক থেকে। অবশেষে আজ সে গুঞ্জন সত্যি হতে পারে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আজই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতে পারে শিক্ষিত ও তরুণ সাংসদদের। কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামাল দিচ্ছেন বেশ কয়েকজন মন্ত্রী। পাশাপাশি আগামীতে উত্তরপ্রদেশের নির্বাচনকেও মাথায় রাখা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় গঠনে এসব বিষয় মাথায় রাখা হচ্ছে।
এবার মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে তরুণ সাংসদদের। পাশাপাশি এমবিএ, পিএইচডি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি রয়েছে এমন সাংসদদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।
আগামী বছর ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেকথা মাথায় রেখেই গঠন করা হবে নতুন মন্ত্রিসভা। মন্ত্রী করা হতে পারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনওয়াল, লোক জনশক্তি পার্টির পশুপতি পরস, নারায়ণ রানে ও বরুণ গান্ধীকে।
আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকেও মন্ত্রী করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
মোদির মন্ত্রিসভার সদস্য এখন ৫৩। তিনি আরও ২৮ জনকে নিতে পারেন। আবার বর্তমান মন্ত্রীদের দফতর বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এনএফ
