ভূমিকম্পে কেঁপে উঠল আসাম ও পশ্চিমবঙ্গ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার সকাল পৌনে ৯টার দিকে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎসস্থল ছিল আসামের গোয়ালপাড়া। ভূমিকম্প অনুভূত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলীয় বেশিরভাগ জেলায়। রাজ্যটির কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।
কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ৫ দশমিক ২ মাত্রায় মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে।
— ANI (@ANI) July 7, 2021
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল আসামের কাছাকাছি লাখীপুর।
ইউরোপিয়ান মেজারমেন্ট সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মেঘালয়ে। বাংলাদেশের শেরপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১০৭ কিলোমিটার।
— National Center for Seismology (@NCS_Earthquake) July 7, 2021
এদিকে ভূমিকম্পের কারণে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন পশ্চিমবঙ্গ ও আসামের সাধারণ মানুষ। পম্পা পোদ্দার নামে এক নারী বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি ঘর কাঁপছে। ভয়ে দৌঁড়ে রাস্তায় বেরিয়ে আসি। আতঙ্কে রয়েছি। কারণ এর আগেও অনেকবার ভূমিকম্পের অভিজ্ঞতা হয়েছে। তবে খুবই মৃদু কম্পন অনুভূত হয়েছে।’
অবশ্য তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টিএম