কালোবাজারে স্বর্ণ বিক্রি করেছিলেন আলজেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে আদালতের কাঠগড়ায় হাজির হওয়া আলজেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী আহমেদ ঔয়াহিয়া অবশেষে স্বীকার করেছেন, উপসাগরীয় নেতাদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া স্বর্ণের বার কালোবাজারে বিক্রি করেছিলেন তিনি।
আলজেরিয়ায় সরকারবিরোধী ব্যাপক গণআন্দোলনে অব্যাহতি নেয়া প্রেসিডেন্ট আবদেলআজিজ বৌতেফলিকা যখন ২০১৯ সালের পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সে সময় তার পক্ষে গোপনে অর্থায়নের অভিযোগে আদালতে বিচার শুরু হয়েছে দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী আহমেদ ঔয়াহিয়া এবং আহমেদমালেক সেলালের বিরুদ্ধে।
গত নভেম্বরে আলজেরিয়ার সুপ্রিম কোর্ট সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ডিসেম্বরে বিচার প্রক্রিয়া শুরু হলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়।
আদালতের নির্দেশে শনিবার আবার তা শুরু হয়।
আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিস (এপিএস) এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ঔয়াহিয়া এবং সেলাল দু’জনই বৌতেফলিকার ঘনিষ্ঠ হিসেবে হিসেবে পরিচিত; বর্তমানে এই দু’জনের বিচার শুরু হলেও অদূর ভবিষ্যতে দুর্নীতির দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে বৌতেফলিকার মন্ত্রীসভার অনেক সাবেক সদস্য এবং তার শাসনামলের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের।
তদন্তে ঔয়াহিয়ার ব্যাংক অ্যাকাউন্টে ৫০ লাখ ডলারেরও বেশি অর্থ থাকার তথ্য বেরিয়ে আসে, যার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি আলজেরিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা।
শনিবার আদালতে জেরার মুখে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর নেতাদের কাছ থেকে বিভিন্ন সময়ে উপহার হিসেবে পাওয়া ৬০ টি স্বর্ণের বার কালোবাজারে বিক্রি করেছিলেন।
ব্যাংক অ্যাকাউন্টে যে ডলার পাওয়া গেছে তা ওই স্বর্ণের বার বিক্রি করে পাওয়া অর্থ।
স্বর্ণের বার প্রাপ্তি ও বিক্রয়ের বিষয়টি গোপন রাখার কারণ হিসেবে তিনি বলেন, আলজেরিয়ার সঙ্গে উপসাগরীয় দেশগুলোর যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ তথ্য গোপন রেখেছিলেন তিনি।
জাতীয় কর কতৃপক্ষের কাছে এই তথ্য গোপন রাখার বিষয়টিও স্বীকার করেন ঔয়াহিয়া।
১৯৯৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৪ বছরে মোট চারবার আলজেরিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ঔয়াহিয়া। অন্যদিকে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত আলজেরিয়ার প্রধানমন্ত্রী ছিলেন সেলাল।
১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতালাভের পর এই প্রথম আলজেরিয়া সরকারের উচ্চপদস্ত ব্যাক্তিদের আদালতে বিচার শুরু হলো।
সূত্র: আলজাজিরা।
এসএমডব্লিউ