সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫০% বেতন বাড়ালেন বাশার আল-আসাদ

চরম অর্থনৈতিক সঙ্কট এবং অত্যাবশ্যকীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির মধ্যেও দেশের সরকারি লাখ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রোববার সরকারি এক আদেশ জারি করে এই বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত সিরীয় এই প্রেসিডেন্ট।
দেশটির প্রধান খাদ্য রুটির দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধির একদিন পর সরকারি এই আদেশ জারি করেছেন বাশার আল-আসাদ। ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটে ডুবতে থাকা সিরিয়ায় জ্বালানি তেলের মূল্যও বৃদ্ধি পেয়েছে প্রায় ১৮০ শতাংশ।
এক দশকের যুদ্ধ, পশ্চিমা বিশ্বের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং সরকারি কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির কারণে সিরিয়ার অর্থনীতি চরম সঙ্কটের মুখোমুখি হয়েছে। সম্প্রতি প্রতিবেশী লেবাননের মারাত্মক অর্থনৈতিক ও আর্থিক সঙ্কটও সিরিয়ার অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে।
সিরিয়ায় সর্বশেষ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কার্যালয়ের আদেশে সরকারি কর্মীদের সর্বনিম্ন মাসিক বেতন ৭১ হাজার ৫১৫ সিরীয় পাউন্ড নির্ধারণ এবং সামরিক ও বেসামরিক পেনশনধারীদের অবসরকালীন পেনশন ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
জাতিসংঘের তথ্য বলছে, সিরিয়ার প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্রের মধ্যে বসবাস করছেন। এছাড়া সিরিয়ায় এ যাবৎকালের ভয়াবহ খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির প্রায় ৬০ শতাংশ মানুষ খাবারের অনিশ্চয়তা পড়েছেন।
সূত্র: এপি।
এসএস