বন্ধু কিমকে শুভেচ্ছা জানালেন শি জিনপিং

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দেশটির নেতা কিম জং উনকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রতিবেশি এই রাষ্ট্রের ক্ষমতাসীন দলের নেতা ও প্রতিবেশি বন্ধুকে শি জিনপিংয়ের শুভেচ্ছা জানানোর খবর সোমবার চীনের সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন কিম জং উন। উত্তর কোরিয়ার সাবেক নেতা ও কিমের প্রয়াত বাবা কিম জং ইলের পর তিনি দলটির এই পদে নির্বাচিত হলেন।
রোববার ওয়ার্কার্স পার্টির অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী পাঁচ বছরে কিমের কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক নীতির নীলনকশা তৈরি ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
ওয়ার্কাস পার্টির কংগ্রেস কিমকে ‘সর্বসম্মতভাবে’ দলের সাধারণ সম্পাদক হিসেবে ‘অনুমোদন’ দিয়েছে জানিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ এই পদকে ‘বিপ্লবের প্রধান এবং দিকনির্দেশনা ও ঐক্যের কেন্দ্রবিন্দু’ হিসেবে অভিহিত করেছে।
কিম জং উনের দলের সাধারণ সম্পাদক নিয়োগ প্রতীকী হলেও তিনিই ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা। এর আগে ২০১৬ সালে কংগ্রেসের অধিবেশনে দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৬ সালের আগে প্রথম সম্পাদক হিসেবে দলটির নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।
২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে ক্ষমতায় আসেন কিম জং উন। এরপর থেকে ধারাবাহিকভাবে নিজের ক্ষমতায় টিকে থাকার পথ পোক্ত করেন তিনি। দলের নেতৃত্বে আসার পর দুর্নীতি ও অন্যান্য অপরাধের অভিযোগে দলটির সম্ভাব্য বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী ও প্রভাবশালী নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন কিম।
এর পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানের দায়িত্ব নেন কিম জং উন। উত্তর কোরিয়ার ১২ লাখ সদস্যের সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার এবং রাষ্ট্রীয় কল্যাণ কমিশনের প্রধানের পদে বসেন তিনি।
এবারের সম্মেলনে উত্তর কোরিয়ার প্রয়াত দুই নেতা কিম জং ইলকে মরণোত্তর সাধারণ সম্পাদক এবং কিম ইল সাংকে মরণোত্তর প্রেসিডেন্ট পদে রাখার ঘোষণা দেয়া হয়।
সূত্র: আলজাজিরা, রয়টার্স।
এসএস