গাড়ি ও সড়কবিহীন শহর তৈরির ঘোষণা সৌদি যুবরাজের

• কার্বন নিঃসরণমুক্ত ও গাড়ি-সড়কবিহীন শহরের ঘোষণা
• ‘দ্য লাইন’ প্রকল্প উচ্চাভিলাসী ‘নিওম’ প্রকল্পের অংশ
• এই উন্নয়ন প্রকল্পের দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার বিস্তৃত
• ব্যয় ধরা হয়েছে দশ থেকে বিশ হাজার কোটি ডলার
• ২০১৭ সালে সালমান রুপকল্প-২০৩০ ঘোষণা করেন
তেলের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে নিজের নেওয়া সবশেষ রুপকল্পের অংশ হিসেবে কার্বন নিঃসরণমুক্ত এবং গাড়ি-সড়কবিহীন শহর তৈরির ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান রোববার এক টেলিভিশন ভাষণে এমন ঘোষণা দিয়ে বলেন, বছরের প্রথম প্রান্তিকে এই প্রকল্পের কাজ শুরু হবে।
বিন সালমানের উদ্যোগে সৌদির নেওয়া ৫০০ বিলিয়ন ডলারের ‘নিওম’ প্রকল্পের অংশ হিসেবে ‘দ্য লাইন’ নামে প্রস্তাবিত ১৭০ কিলোমিটারের এই উন্নয়ন প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে জানানো হয়েছে।
সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রকৃতির মধ্যে তৈরি ‘দ্য লাইন’ নামের এই উন্নয়ন প্রকল্পকে গাড়ি ও সড়কবিহীন হেঁটে চলাচলের ‘হাইপার কানেক্টেড কমিউনিটি বেল্ট’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, প্রকল্পটি বাস্তববাদী নয়। বিনিয়োগ আকর্ষণেও তা ব্যর্থ হবে।
বিজ্ঞপ্তি অনুয়ায়ী, অভিনব এই শহরের বাসিন্দা হবে দশ লাখ এবং ২০৩০ সালের মধ্যে সেখানে ৩ লাখ ৮০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দশ থেকে বিশ হাজার কোটি ডলার।
বিশ্বের সর্ববৃহৎ তেল রফতানিকারক দেশটির অর্থনীতিতে বৈচিত্র আনার জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া রুপকল্প ২০৩০ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো সমুদ্রতীরবর্তী নিওম অঞ্চল।
দেশটির উত্তরপশ্চিমের দশ হাজার বর্গমাইল এলাকা নিয়ে ২০১৭ সালে বিন সালমান তার উচ্চাভিলাসী এই রুপকল্পের ঘোষণা দেন।
দেশটির উত্তরপশ্চিমের দশ হাজার বর্গমাইল এলাকা নিয়ে ২০১৭ সালে বিন সালমান তার উচ্চাভিলাসী এই রুপকল্পের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী অঞ্চলটিকে প্রযুক্তি ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
তবে এই রুপকল্পের ঘোষণা আসার পর থেকে এই প্রকল্প নিয়ে সন্দেহ তৈরির সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটা বাস্তববাদী নয়। প্রকল্পটি প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণেও ব্যর্থ হবে।
এএস