আমাদের পথ সম্মুখে: মেলানিয়া ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের ভক্ত ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি হোয়াইট হাউস থেকে ‘আমাদের পথ সম্মুখে’ নামে একটি বিবৃতি দেন মেলানিয়া। সেখানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন,‘আমাদের জাতির স্বাধীনতার অন্যতম প্রতীক ক্যাপিটলে সম্প্রতি যে সহিংসতা হয়েছে, আমি তার সম্পূর্ণ নিন্দা জানাচ্ছি এবং এ ব্যাপারে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উদ্দেশ্যে দেশটির ফার্স্ট লেডি বলেন, ‘আমি আপনাদের কাছে মিনতি করছি, আপনারা সহিংসতা বন্ধ করুন; বর্ণ বৈচিত্রতা এবং আদর্শগত ভিন্নতার কারণে একে অন্যকে শত্রু ভাবা বন্ধ করুন; আমাদের দেশ যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান বজায় রাখুন।’
ক্যাপিটল হিলে হামলার ঘটনায় নিহতদের স্মরণ করে মেলানিয়া বলেন, ‘আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি অ্যাশলি ব্যাবিট, বেঞ্জামিন ফিলিপস, কেভিন গ্রিসন, রোসান্নে বয়ল্যান্ড এবং ক্যাপিটলের পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিক এবং হাওয়ার্ড লাইবেনগুডকে। প্রার্থনা করি, তাদের আত্মা যেন শান্তি পায় এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানে যে কঠিন সময় পার করছেন, তা সামলে ওঠার শক্তি যেন ঈশ্বর তাদের দেন।’
লাখ লাখ আমেরিকান, যারা গত চারবছর তাকে এবং তার স্বামী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে বিবৃতির শেষ পর্যায়ে তিনি বলেন, ‘আমাদের পথ সম্মুখে। যারা গত চার বছর আমাকে দেশের জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
গত ৬ জানুয়ারি ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের এক যৌথ অধিবেশন বসেছিল। অধিবেশন চলাকালে সেখানে জোর করে ঢুকে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ক্যাপিটলে ভাঙচুর চালানোর পাশাপাশি সেখানে ট্রাম্পের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে সেখানে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ছয়জন নিহত হন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়। তাকে অভিশংসনের আওতায় আনার দাবিও জোরেশোরে তোলেন বর্তমান ডেমোক্র্যাট পার্টির নেতাকর্মীরা।
সূত্র: এনডিটিভি
এসএমডব্লিউ