বাংলাদেশে প্রতি ডোজ টিকা ৪ ডলারে বিক্রি করবে ভারত

অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতি ডোজ করোনা টিকা বাংলাদেশের কাছে ৪ মার্কিন ডলারে বিক্রি করবে ভারতের সেরাম ইনস্টিটিউট। ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে যা প্রায় ৪৭ শতাংশ বেশি।
টিকা সরবরাহ ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সোর্সের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
গত নভেম্বর মাসে ৩ কোটি ডোজ করোনা টিকা নিতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে প্রাথমিক চুক্তি করে বাংলাদেশ। সংখ্যার দিক থেকে সেরাম ইনস্টিটিউট বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান।
এদিকে সোমবার বাংলাদেশ সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকার প্রথম চালান বাংলাদেশে পৌঁছাবে। আর আগামী মাসের প্রথমেই করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করতে পারবে ঢাকা।

অন্য এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানায়, বাংলাদেশের জন্য প্রতি ডোজ করোনা টিকার দাম গড়ে তিন ডলারের বেশি হবে।
তবে এসব কর্মকর্তার কেউই পরিচয় প্রকাশ করে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এ বিষয়ে কথা বলতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি বলে জানায় রয়টার্স।
ইতোমধ্যেই ভারতে পাঁচ কোটি ডোজ করোনা টিকা মজুত করেছে সেরাম ইনস্টিটিউট। এর মধ্যে প্রতি ডোজ টিকা ২০০ রুপি (২.৭২ ডলার) ধরে মোট এক কোটি ১০ লাখ ডোজ টিকা ভারত সরকারকে সরবরাহ করতে প্রাথমিক চুক্তি করেছে সংস্থাটি।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটকে গত ৫ জানুয়ারি অগ্রিম ৬০ মিলিয়ন ডলার পাঠায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ৫১০ কোটি ৩০ লাখ টাকা (প্রতি ডলার ৮৫ টাকা দরে)।
ভারতের চাহিদা পূরণের জন্য অনুমোদনের পর দুই মাস কোনো দেশে টিকা রপ্তানি করা হবে না— এমন খবর প্রকাশিত হওয়ার পর সেরামের টিকা রপ্তানি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। তবে সেরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন,‘সব দেশে টিকা রপ্তানির অনুমোদন রয়েছে।’

চুক্তি অনুযায়ী ছয় ধাপে টিকা পাবে বাংলাদেশ। ৫০ লাখ করে ৬ মাসে মোট ৩ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। ওই টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার গত ১৩ ডিসেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে।
টিএম